Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা

                                      

                                       পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় ফি সমূহ:

                                       সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার  

(ক) :- মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনা মূল্যে প্রদত্ত),গর্ভবতী সেবা, স্বাভাবিক প্রসব সেবা, গর্ভোত্তর সেবা, এম আর সেবা ৫ (পাঁচ) বৎসরের কম বয়সী শিশুসেবা, প্রজননতন্ত্রে / যৌনবাহিত রোগের সেবা

 

খ) :- পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত), পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান, খাওয়ার বড়ি, জন্মনিরোধক ইনজেকশন, কপারটি / আইইউডি, ভেসেকটমি / এনএসভি (স্থায়ী পদ্ধতি-পুরুষ বন্ধ্যাকরন ), টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা বন্ধ্যাকরন) পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন / ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা ।

 

(গ) :- সরকার নির্ধারিত মূল্যপ্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা, ইসিপি (প্রতি ডোজ) ৮ (আট) টাকা, কনডম ১ (এক) ডজন মূল্য ১.২০ (একটাকা বিশ পয়সা) মাত্র

 

(ঘ) :- পরিবার পরিকল্পনা কার্য্যক্রমে সরকার গ্রহিতাকে নিম্নলিখিত সুবিধাদি দিয়ে থাকেন

আইইউডি / কপারটি এর ক্ষেত্রে = ১৫০ /- (একশত পঞ্চাশ ) টাকা মাত্র, ফলোআপঃ- ৩ বার সাক্ষাতের জন্য (৮০+৮০+৮০) = ২৪০ টাকা মাত্র, নরপে­ন্ট / ইমপে­নন এর ক্ষেত্রে = ১৫০ /- (একশত পঞ্চাশ ) টাকা মাত্র, ফলোআপঃ- ৩ বার সাক্ষাতের জন্য (৭০+৭০+৭০) = ২১০ /- টাকা মাত্র, স্থায়ী বন্ধ্যাকরন (পুরুষ ক্ষেত্রে) ২০০০/- (দুই হাজার) টাকা ও একটি লুঙ্গি, স্থায়ী বন্ধ্যাকরন (মহিলার ক্ষেত্রে) ২০০০/- (দুই হাজার) টাকা ও একটি শাড়ি, রেফারকারী (যে ক্লায়েন্টকে নিয়ে আসবে) = ৩০০/-

 

(ঙ) :- অন্যান্য সেবা (বিনা মূল্যে প্রদত্ত) সাধারন রোগীর সেবা, বয়সন্ধিকালীন সেবা, কৈশোর  প্রজনন স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য ও শিক্ষামূলক সেবা ।

প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন । (রেফার) এছাড়াও নির্ধারিত কেন্দ্রে বেশী জরুরী প্রসূতি সেবা / সমন্বিত জরুরী প্রসূতি সেবা প্রদান হয়ে থাকে ।