Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

ইউনিয়নের সীমানাঃ উত্তরে- রঙ্গারচড় ও সুরমা নদী, দক্ষিণে-মোল্লাপাড়া ইউনিয়ন, পূর্বে-মান্নারগাও ইউনিয়ন এবং পশ্চিমে-সুনামগঞ্জ পৌরসভা ।

স্থাপনকালঃ ১৯৬৪ খ্রীঃ ।

সুনামগঞ্জ পৌরসভার উপকন্ঠে সুরমা নদীর কূলঘেষে গড়ে উঠে কুরবান নগর ইউনিয়ন। চীরসবুজ এই ইউনিয়নের স্থানে স্থানে রয়েছে পীর আউলিয়াগণের মাজার। এখানে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মিলেমিশে বাস করে বেশকিছু হিন্দু পরিবার। ইউনিয়নের ধারারগাও গ্রামের উত্তর পাশে গড়ে উঠছে সুনামগঞ্জের প্রথম অত্যাধুনিক বিনোদন স্পট সুরমা ভেলি পার্ক যা কিছুদিন আগে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী শুভ উদ্ধোধন করেন।

ক) নাম – ৪নং কুরবান নগর  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২১.৫১ বগ কিঃ মিঃ

গ) লোকসংখ্যা – ২৬,৭৯০জন  পুরুষ-১২,৯৮১জন, মহিলা-১৩,৮০৯জন

ঘ) গ্রামের সংখ্যা – ২৭টি।

ঙ) মৌজার সংখ্যা – ১১ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা,লেগুনা,ইত্যাদি ।

জ) শিক্ষার হার – ৩৬.০০%।

    কলেজ ০টি,

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,

নিম্ম মাধ্যমিক বিদ্যালয়:০টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আবুল বরকত

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৫-১০-২০১১খ্রিঃ

 দর্শনিয় স্থান : রাজবাড়ী

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৭/০৫/২০১৬ ইং

                                    ২) প্রথম সভার তারিখ –১০/০৮/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১০/০৮/২০২১ ইং

ঢ) গ্রাম সমূহের নাম

০১। বদিপুর

২। মাইজবাড়ী র্পূব

৩। মাইজবাড়ী পশ্চিম

০৪। রাজনগর

০৫। শান্তিপাড়া

০৬। ধারারগাঁও

০৭। খামতিয়র

০৮। গোদারগাঁও

০৯।ওয়াজিদ নগর

১০। শেখেরগাঁও

১১। মনোহরপুর

১২। আইমাগাঁও

১৩।হামিলপুর

১৪।অচিন্তপুর

১৫।ব্রাহ্মণগাঁও দক্ষিণ

১৬। ব্রাহ্মণগাঁও উত্তর

১৭। আলমপুর

১৮। কান্দাগাঁও

১৯।নয়াগাঁও

২০।লালারচর

২১।নূরপুর

২২।চাঁনপুর

২৩।কাইরঘাট

২৪।কলারকান্দা

২৫।শাহপুর

২৬।হাছনবাহার

২৭।হাছনপুর