Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

কুরবান নগর ইউনিয়নে কোনো হাসপাতাল নেই তবে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সাধারণ নাগরিকবৃন্দ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। অত্র ইউনিয়নে চারটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কমিনিটি স্বাস্থ্য ক্লিনিকের মাধ্যমে লোক জন বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

 

ইউনিয়ন স্বাস্থ্য ওপরিবার কল্যান কেন্দ্র

৹ প্রজনন স্বাস্থ্য পরিচর্যা (Reproductive Health Care): ১। নিরাপদ মাতৃত্ব, ২। প্রসূতি  পরিচর্যা-প্রসব পূর্ব, প্রসব কালীন ও প্রসবোত্তর জরুরী প্রসূতি পরিচর্যা (EOC), ৩। পরিবার পরিকল্পনা সেবা, ৪। আর.টি.আই/এস.টি.ডি/এইড্স/এইচ.আঈ.ভি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, ৫। মায়েদের পুষ্টি, ৬। বিপদ জনক গর্ভপাত প্রতিরোধ ও এ সংক্রান্ত জটিলতার ব্যবস্থাপনা ও চিকিৎসা, ৭। বয়ঃসন্ধিকালীন (কিশোর-কিশোরী) সেবা, ৮। বন্ধ্যাত্ব সংক্রান্ত চিকিৎসা, ৯। নবজাতকের সেবা।

৹ শিশু স্বাস্থ্য পরিচর্যা (Child Health Care): ১। শ্বাসনালীর তীব্য সংক্রমণ (ARI), ২। ডায়রিয়া জাতীয় ব্যাধিসমূহ, ৩। টিকা দ্বারা প্রতিরোধ যোগ্য রোগ সমূহ (ইপিআই কার্যক্যম), ৪। ভিটামিন ‌‌‌‌‌‌‌‌'এ'-এর অভাব জনিত ব্যাধি /পঙ্গুত্ব প্রতিরোধ, ৫। বিদ্যালয় স্বাস্থ্য কার্যক্যম। 

৹ সংক্রামক ব্যাধি নিয়ন্ত্যণ (Communicable Disease Control): ১। যক্ষ্মা, ২। কুষ্ঠ, ৩। ম্যালেরিয়া, ৪। ফাইলেরিয়া, কালাজ্বর, ৫। কৃমি, ৬। এস.টি.ডি/আর.টি.আই (এইচ.আই.ভি/এইড্স সহ), ৭। অন্যান্য নতুন এবং পুনর্বার আবির্ভূত রোগ সমূহ, ডেঙ্গু।

৹ সাধারণ রোগ সমূহের সীমিত নিরাময় মূলক সেবা প্রদান (Limited Curative Care): ১। জরুরী চিকিৎসা সেবা (আঘাত, কাঁটা, পোঁড়া, সাপে কাটা ইত্যাদি), ২। ব্যথা নিরসনে প্রয়োজনীয় সেবাদান ও প্রাথমিক চিকিৎসা সেবার আওতায় গ্রামাঞ্চলের অতি সাধারণ রোগ সমূহের যেমন-হাঁপানী, চর্ম, চক্ষু, দাঁত ও কানের রোগ ইত্যাদি নিরাময়ের ব্যবস্থা রয়েছে।

৹ যোগাযোগের মাধ্যমে দৃষ্টিভঙ্গি, আচরণ বা অভ্যাসের পরিবর্তন (Behavior Change Communication-BCC): বাংলাদেশের অনেকগুলো রোগ প্রতিরোধ করা যায় শুধুমাত্র মানুষের অভ্যাস এবং আচার আচরণের পরিবর্তন (খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ভিটামিনের অভাবজনিত সমস্যার সমাধান, পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সংক্যামক ব্যাধি প্রতিরোধ ইত্যাদি) এর মাধ্যমে।

(কমিউনিটি ক্লিনিক হতে প্রেরিত রোগীদের চিকিৎসা সহ সাধারণ ধরণের সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ইউনিয়ন কেন্দ্র হতে প্রদান করা হবে। তবে জটিল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা উচ্চতর সেবাদান কেন্দ্রে প্রেরণ করা হবে।)