Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আলহেরা জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

 ক.  অবস্থান: মাদরাসাটি সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে সুনামগঞ্জ-দোয়ারা বাজার রোডের দক্ষিণ পার্শ্বে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।

খ.  জমির পরিমাণ: মোট জমির পরিমাণ ৪.৫৬একর। তন্মধ্যে অখন্ডভূমি ২.৭৪ একর, যার উপর মাদরাসাটি প্রতিষ্ঠিত।

গ.  শেণ্রীর বিবরণ: এখানে শিশু শ্রেণী থেকে আলিম ২য় বর্ষ তথা দ্বাদশ শেণ্রী পযর্ন্ত শিক্ষাকার্যক্রম চালু আছে।

ঘ.  সরকারী স্বীকৃতি ও মঞ্জুরী: দাখিল এম.পি.ও ভূক্ত এবং আলিম শেণ্রী পযর্ন্ত একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত। আলিম স্তর এম.পি.ও ভূক্ত নয়। দাখিল স্তরে সাধারণ বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার বিষয় বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত।

ঙ.  কারিকুলাম: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা- এর কারিকুলাম অনুযায়ী পাঠ দান করা হয়। পাশাপাশি পরিপুরক শিক্ষা হিসাবে সাধারণ জ্ঞান ও আমল-আখলাক বিষয় চালু আছে।

চ.  সহপাঠ্যক্রম: ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করা হয়। স্কাউট অনুমোদনপ্রাপ্ত। জাতীয় দিবস সমূহের কুচ-কাওয়াজ নিয়মিত অংশগ্রহণ করা হয়ে থাকে দেয়ালিকা প্রকাশ করা হয়ে থাকে।

ছ.  ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির উদ্দেশ্যে ছাত্র সংসদ কাযক্রম চালু আছে।

জ.  আবাসিক ব্যবস্থা: ছাত্রাবাস ১টি। ছাত্র সংখ্যা- ২৫ জন, শিক্ষক- ২ জন।

ঝ.  ভবন সমূহ: মোট ভবন ৬টি। তন্মধ্যে পাকা ভবন ৩টি এবং আধাপাকা টিনশেড-৩টি।