ক. অবস্থান: মাদরাসাটি সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে সুনামগঞ্জ-দোয়ারা বাজার রোডের দক্ষিণ পার্শ্বে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।
খ. জমির পরিমাণ: মোট জমির পরিমাণ ৪.৫৬একর। তন্মধ্যে অখন্ডভূমি ২.৭৪ একর, যার উপর মাদরাসাটি প্রতিষ্ঠিত।
গ. শেণ্রীর বিবরণ: এখানে শিশু শ্রেণী থেকে আলিম ২য় বর্ষ তথা দ্বাদশ শেণ্রী পযর্ন্ত শিক্ষাকার্যক্রম চালু আছে।
ঘ. সরকারী স্বীকৃতি ও মঞ্জুরী: দাখিল এম.পি.ও ভূক্ত এবং আলিম শেণ্রী পযর্ন্ত একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত। আলিম স্তর এম.পি.ও ভূক্ত নয়। দাখিল স্তরে সাধারণ বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার বিষয় বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত।
ঙ. কারিকুলাম: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা- এর কারিকুলাম অনুযায়ী পাঠ দান করা হয়। পাশাপাশি পরিপুরক শিক্ষা হিসাবে সাধারণ জ্ঞান ও আমল-আখলাক বিষয় চালু আছে।
চ. সহপাঠ্যক্রম: ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করা হয়। স্কাউট অনুমোদনপ্রাপ্ত। জাতীয় দিবস সমূহের কুচ-কাওয়াজ নিয়মিত অংশগ্রহণ করা হয়ে থাকে দেয়ালিকা প্রকাশ করা হয়ে থাকে।
ছ. ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির উদ্দেশ্যে ছাত্র সংসদ কাযক্রম চালু আছে।
জ. আবাসিক ব্যবস্থা: ছাত্রাবাস ১টি। ছাত্র সংখ্যা- ২৫ জন, শিক্ষক- ২ জন।
ঝ. ভবন সমূহ: মোট ভবন ৬টি। তন্মধ্যে পাকা ভবন ৩টি এবং আধাপাকা টিনশেড-৩টি।
ক. অত্রঅঞ্চলের শিশু- কিশোরদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার লক্ষে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মরহুম হযরত মাও: আব্দুল মতিন সাহেব শায়খে ফুলবাড়ি, সিলেট। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাদরাসাটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হলে ও এক্ষেত্রে নিম্নোক্ত সম্মানিত ব্যাক্তিবর্গের ভূমিকা ও অবদান উল্লেখযোগ্য। তাঁরা হলেন:
১. মরহুম আব্দুস সামাদ, ২. মরহুম আব্দুল জব্বার, ৩. মরহুম হাজী আব্দুল আজিজ,
৪. মরহুম আব্দুল বারী, ৫. মরহুম মাও: আব্দুল গণি, ৬. মরহুম আলহাজ্ব আব্দুর রউফ,
৭. মরহুম মাও: রহিমুল্লাহ, ৮. মরহুম আক্রম উল্লা, ৯. মরহুম হাজী আব্দুর রহমান,
১০. মরহুম হাজী আব্দুল ওয়াদুদ, ১১. জনাব ডা: করম আলী, ১২. জনাব ডা: আশরাফ আলী,
১৩. জনাব ডা: আব্দুল আহাদ, ১৪. জনাব হাজী ইকরাম আলী, ১৫. জনাব নূরুল ইসলাম মাস্টার,
১৬. জনাব মো: নজরুল ইসলাম, ১৭. মাও: মুবাশ্বির আলী প্রমুখ
খ. মাদরাসাটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল মাইজবাড়ী ইসলামিয়া মাদরাসা’। ০৮/০১/১৯৮৬ইং তারিখে মাদরাসাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হিসাবে বাংলাদেশ মাদরাসা শিক্ষার্বোড কর্তৃক স্বীকৃতি লাভ করে। অত:পর মাদরাসাটি এম.পি.ও ভূক্ত করার জন্য অনেক চেষ্টা-তদবীর করা হলে ও তা সম্ভব হয়নি। প্রতিষ্ঠালগ্ন থেকে আর্থিক সংকট ছিল মাদরাসাটির নিত্যসংগী। শিক্ষকদের কে নিয়মিত বেতন না দিতে পারায় তাদের ধরে রাখা সম্ভব হতনা। ফলে মাদরাসাটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হলেও ইবতেদায়ী স্তর অতিক্রম করা সম্ভব হচ্ছিলনা। আর্থিক যোগান দিতে না পারায় কারণে মাদরাসাটি চালিয়ে নিয়ে যাওয়া এলাকাবাসীর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায় ০১/০১/১৯৯২ তারিখ থেকে মাদরাসাটি পরিচালনার দায়িত্ব লিখিত চুক্তি ও রেজিষ্টি দলিলের মাধ্যমে সুনামগঞ্জ ইসলামী সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
| শেণ্রী | ছাত্র | ছাত্রী | মোট |
শেণ্রী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ইবতেদায়ী শিশু শেণ্রী | ৪২ জন | ৩০ জন | ৭২ জন |
ইবতেদায়ী ১ম শেণ্রী | ৫১ জন | ২৭ জন | ৭৮ জন | |
ইবতেদায়ী ২য় শেণ্রী | ৩৪ জন | ২৩ জন | ৫৭ জন | |
ইবতেদায়ী ৩য় শেণ্রী | ৩৬ জন | ৩০ জন | ৬৬ জন | |
ইবতেদায়ী ৪থ শেণ্রী | ৩৪ জন | ৩৭ জন | ৭১ জন | |
ইবতেদায়ী ৫ম শেণ্রী | ২৩ জন | ৪১ জন | ৬৪ জন | |
দাখিল ৬ষ্ঠ শেণ্রী | ৪৬ জন | ৪৪ জন | ৯০ জন | |
দাখিল ৭ শেণ্রী | ৩৭ জন | ৪৭ জন | ৮৪ জন | |
দাখিল ৮ম শেণ্রী | ৩৬ জন | ৩৩ জন | ৬৯ জন | |
দাখিল ৯ম শেণ্রী | ৪৯ জন | ৩০ জন | ৭৯ জন | |
দাখিল ১০ম শেণ্রী | ৪০ জন | ২৩ জন | ৬৩ জন | |
দাখিল পরীক্ষার্থী | ২৬ জন | ৩১ জন | ৫৭ জন | |
আলিম ১ম বষ | ৩৮ জন | ২১ জন | ৫৯ জন | |
আলিম ২য় বষ | ২৬ জন | ১৬ জন | ৪২ জন | |
সবমোট | ৫১৮ জন | ৪৩৩ জন | ৯৫১ জন |
বতমান পরিচালনা কমিটির তথ্য |
· বতমান কমিটির অনুমোদনের তারিখ: ১৮/০৪/২০১২ইং · বতমান কমিটির মেয়াদ শেষ হওয়ার তারিখ: ১৭/০৪/২০১৪ইং · বতমান কমিটির সদস্যদের তালিকা: | ||
| ক্রমিক নং | নাম | কমিটিতে অবস্থান |
০১ | মো:হাতিবুর রহমান | সভাপতি | |
০২ | মো: আবুল কালাম আজাদ | অধ্যক্ষ ও সদস্য সচিব | |
০৩ | মো: আব্দুল কবির | শিক্ষক প্রতিনিধি | |
০৪ | নূরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | |
০৫ | মো: তাজ উদ্দিন | অভিভাবক সদস্য | |
০৬ | মো: রিয়াকত আলীীক্ষা | অভিভাবক সদস্য | |
০৭ | আফিয়া আক্তার | অভিভাবক সদস্য |
বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিক পরীক্ষার ফলাফল | দাখিল পরীক্ষার ফলাফল |
|
|
|
| আলিম পরীক্ষার ফলাফলা |
| |||||||
পরীক্ষার সন
| মোট পরীক্ষর্থী | মোট উত্তীণ | পাশের হার |
| পরীক্ষার সন
| মোট পরীক্ষার্থী | মোট উত্তীণ | পাশের হর
| ||||||
| ২০০৯ | ৩৫ | ৩৫ | ১০০% |
| ২০০৯ | ৩০ | ২৯ | ৯৭% | |||||
২০১০ | ২৯ | ২৯ | ১০০% |
| ২০১০ | ৩১ | ৩১ | ১০০% | ||||||
২০১১ | ৪৭ | ৪৫ | ৯৬% |
| ২০১১ | ৫৭ | ৫৫ | ৯৬.৫% | ||||||
২০১২ | ৪৩ | ৪৩ | ১০০% |
| ২০১২ | ৪৬ | ৪৫ | ৯৭.৮২% | ||||||
২০১৩ | ৫৪ | ৫১ | ৯৪.৪% |
| ২০১৩ | ৪৩ | ৪৩ | ১০০% |
ক. ২০০২ সালে জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে সিলেট বিভাগে মাদরাসা পযার্য়ে শ্রেষ্ঠ মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ।
খ. ৫ম ও ৮ম শ্রেণীতে নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি লাভ।
গ. ইবতেদায়ী সমাপনী, জে. ডে. সি, দাখিল ও আলিম শ্রেণীর পাবলিক পরীক্ষার ফলাফলে জেলার শীষস্থান অজন। উক্ত পরীক্ষাগুলোতে সর্বোচ্চ পাশের হারের পাশাপাশি জেলার সর্বোচ্চ সংখ্যাক জি.পি.এ ৫.০০ প্রাপ্তির রেকড।
ঘ. ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতায় বিভাগীয় ও জাতীয় পযার্য়ে অংশগ্রহণ ও ভাল ফলাফল অজন।
ঙ. জাতীয় দিবস সমূহের কুচকাওয়াজ অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ ও ভাল ফলাফল অজন।
ক. অনাস কোস চালুসহ কামিল স্তর পযর্ন্ত উন্নীত করা।
খ. আলিম স্তরে বিজ্ঞান বিভাগ চালু করা।
গ. পৃথক ক্যাম্পাসে মহিলা শাখা চালু করা।
ঘ. সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব চালু করা।
ঙ. উন্নতমানের ছাত্রাবাস প্রতিষ্ঠা করা।
চ. এতিমখানা প্রতিষ্ঠা করা।
ছ. কারিগরী শি্ক্ষা চালু করা।
জ. আধুনিক প্রযুক্তিসহ মানসম্মত ক্লাসরুম ও ডিজিটাল শিক্ষাপোকরনের ব্যবহার করা।
ঝ. অফিস ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার
ঞ. আধুনিক ভাষাশিক্ষা বিভাগ স্থাপন।
ট. হিফজুল কোরআন বিভাগ চালু।
ঠ. মেডিকেল সেন্টার স্থাপন।
ড. ক্যান্টিন চালু।
ঢ. অডিটরিয়াম নিমাণ।
ণ. শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা।
ক. ঠিকানা: গ্রাম: মাইজবাড়ী, ডাক: আলহেরা, পোস্টকোড-৩০০০
খ. টেলিফোন নম্বর: ০৮৭১-৫৬০৩৮ গ. মোবাইল নম্বর: ০১৭১৬-৩৯৫৩১২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস