স্থান
সুনামগঞ্জ সদর থানার কুরবান নগর ইউনিয়নের ধারারগাও গ্রামের উত্তর পাশে সুরমা নদীর তীরে
কিভাবে যাওয়া যায়
সুনামগঞ্জ শহরের নতুন বাস্ট্যান্ড ও পুরাতন বাস্ট্যান্ড থেকে রিক্সা, অটোরিক্সা, টেম্পু ও নিজস্ব পরিবহন যোগে খুব সহজেই গমন করা যায়। যেতে হবে সুনামগঞ্জ হায়োয়ারঘাট রাস্তা দিয়ে হায়োয়ারঘাট যাওয়ার সুরমা নদীর ঘাট সংলগ্ন ধারারগাও গ্রমের উত্তর পাশে সুরমা নদীর তীরে। সেখানে অত্যাধুনিক ফটক দেখে যে কেউ বুঝে নিতে পারবে এটিই হলো সুরমা ভেলী পার্ক।
বিস্তারিত
সুরমা ভেলী পার্কটি সুনামগঞ্জের প্রথম অত্যাধুনিক বিনোদন স্পট। এটি এখনো নির্মানাধীন তবে আশা করা যায় দ্রুত কাজ সমাপ্ত হবে।