Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন

ইউনিয়নের সীমানাঃ উত্তরে- রঙ্গারচড় ও সুরমা নদী, দক্ষিণে-মোল্লাপাড়া ইউনিয়ন, পূর্বে-মান্নারগাও ইউনিয়ন এবং পশ্চিমে-সুনামগঞ্জ পৌরসভা ।

স্থাপনকালঃ ১৯৬৪ খ্রীঃ ।

সুনামগঞ্জ পৌরসভার উপকন্ঠে সুরমা নদীর কূলঘেষে গড়ে উঠে কুরবান নগর ইউনিয়ন। চীরসবুজ এই ইউনিয়নের স্থানে স্থানে রয়েছে পীর আউলিয়াগণের মাজার। এখানে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মিলেমিশে বাস করে বেশকিছু হিন্দু পরিবার। ইউনিয়নের ধারারগাও গ্রামের উত্তর পাশে গড়ে উঠছে সুনামগঞ্জের প্রথম অত্যাধুনিক বিনোদন স্পট সুরমা ভেলি পার্ক যা কিছুদিন আগে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী শুভ উদ্ধোধন করেন।